Web Analytics

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলী হুসেন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ভিপি প্রার্থী আবদুল কাদের। কাদের বলেন, ‘আমরা জানি না, এ রকম একটা মন্তব্য করার পরও কীভাবে এখনো তার ছাত্রত্ব থাকে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি।’ তিনি বলেন, ‘ছাত্রশিবির ৫ অগাস্টের পর থেকে এখনো গুপ্তরাজনীতি করে। এখনো তারা তাদের কমিটিগুলো প্রকাশ করে নাই। তাই কে শিবিরের বা শিবিরের না, সেটা বলা কঠিন। কিন্তু আমরা গতকাল গণধর্ষণের হুমকিদাতার আইডি দেখলাম, সেখানে তার ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সেখানে তাকে শিবির না বলে অস্বীকার করলেও তো বোঝা যায়, সে শিবিরের কি না।’ এদিকে জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, ‘যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে, সেটি যে মিথ্যা প্রোপাগান্ডা, সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি, যাতে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়।’ এছাড়া এজিএস প্রার্থী আশরেফা খাতুন বলেন, ‘আমরা ৫ অগাস্টের পর থেকে দেখতে পাচ্ছি, আমাদের নারীরা বিভিন্ন সামাজিকমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছে। হাসিনা পালায়নের পর আমরা আশা করেছিলাম, নারীদের জন্য একটা সুন্দর সহনশীল ক্যাম্পাস পাব। আশরেফা বলেন, ‘আপনারা নারীদের সেক্সুয়ালি প্রতিরোধ না করে রাজনৈতিকভাবে প্রতিরোধ করুন।’

03 Sep 25 1NOJOR.COM

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলী হুসেন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ভিপি প্রার্থী আবদুল কাদের।

নিউজ সোর্স

রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা শিবিরের সঙ্গে জড়িত: আবদুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া আলী হুসেন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের। তিনি আলী হুসেনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।