খাদ্য সহায়তা কমায় দেশে ফিরতে চান রোহিঙ্গারা
সম্প্রতি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের মাসিক খাদ্য সহায়তা অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেখানে সাড়ে ১২ ডলার করে বরাদ্দ ছিল তা আগামী মাস থেকে কমে দাঁড়াবে ৬ ডলারে। এই অবস্থায় নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।