ফোর্বস
18 Jan 25
এলন মাস্ক টিকটক কিনতে পারেন কত দামে—চীন সে চুক্তির দিকে নজর রাখছে বলে জানা গিয়েছে
ইনল মাস্ককে নিয়ে গবেষণা করা এক বিশিষ্ট বিশ্লেষকের মতে টুইটারের কাছাকাছি দামে টিকটক কিনে ফেলতে পারেন তিনি। টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়া ঠেকাতে মাস্কের কাছে বিক্রির কথা ভাবছে বলে জানা গিয়েছে।