দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি
বুধবার সকাল ১০টার মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর ব্যবস্থা করার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত সমর্থকরা। সরকার এই আলটিমেটাম না মানলে সকাল ১০টায় নগরভবনের সামনে হাজির হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। প্রয়োজনে নগরীর আবর্জনা পরিষ্কার বন্ধসহ ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এদিকে আজ উচ্চ আদালতে ইশরাকের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে রিট পিটিশনের রায় ঘোষণা করা হবে।