Web Analytics

গোপালগঞ্জে প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার ও বাপার্ড এলাকায় অভিযান চালানো হয়। সাবেক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছিলেন। ১৪ দিনের নোটিশের পরও তারা দখল ছাড়েননি। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহণে পরিচালিত অভিযানে প্রায় ২.৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চলমান থাকবে।

15 Jun 25 1NOJOR.COM

গোপালগঞ্জে প্রভাবশালীদের ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ সোর্স

গোপালগঞ্জে ফ্যাসিস্ট আমলের প্রভাবশালীদের ১৯৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জে যৌথ অভিযান চালিয়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌর মেয়র, যুবলীগ নেতাসহ প্রভাবশালীদের দখলে থাকা ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।