Web Analytics

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি। পঞ্চগড়ে পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ ১১ জন নারী ও শিশুকে পুশ-ইন করেছে। এছাড়া সীমান্তে মানুষ হত্যা, ড্রোন উড়ানো, পুশ-ইন বন্ধসহ বিভিন্ন ইস্যু নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদার বিপরীতে ভারতীয় অংশে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান প্রতিরোধ, টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা একমত পোষণ করেন।

Card image

নিউজ সোর্স

ঠাকুরগাঁওয়ে ১৭ জনের অনুপ্রবেশ, পঞ্চগড়ে ১১ জনকে পুশ-ইন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলা ভাষাভাষী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে পঞ্চগড়ে পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জন নারী ও শিশুকে পুশ-ইন করেছে।