জুলাই আন্দোলনে নিহত সন্তানের অপেক্ষায় মা
ছেলে বাসচালক আবু জাফরের ফেরার অপেক্ষায় মা সেতারা বেগম। প্রায়ই স্বপ্নে দেখেন ছেলে ফিরে এসেছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেন তিনি। ছেলের ফিরে আসার অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়ে থাকেন মা।
২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার গোলাপবাগে বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত বাসচালক আবু জাফরের জন্য এখনো শোকাহত তার মা সেতারা বেগম। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন জাফর। ছেলের ফিরে আসার স্বপ্নে প্রায়ই কাঁদেন মা। পরিবারের দাবি, কর্মস্থলে যাওয়ার পথে পুলিশ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। সমাজসেবা অফিস থেকে সহায়তার আশ্বাস মিলেছে, তবে পরিবার এখনো নিঃস্ব হয়ে আছে।
২০২৪ সালের জুলাইয়ের ঢাকার বিক্ষোভে নিহত ছেলের ন্যায়বিচারের অপেক্ষায় মা
ছেলে বাসচালক আবু জাফরের ফেরার অপেক্ষায় মা সেতারা বেগম। প্রায়ই স্বপ্নে দেখেন ছেলে ফিরে এসেছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠেন তিনি। ছেলের ফিরে আসার অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়ে থাকেন মা।