স্বীকৃতি না দিলেও, তালেবান সরকারের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখছে অনেকেই
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান সরকার। দীর্ঘ চার বছর ধরে আফগানিস্তানের শাসনভার সামলে চললেও আন্তর্জাতিক স্বীকৃতি লাভে ব্যর্থ তারা। তবে সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। অন্যান্য দেশগুলোর সঙ্গেও কূটনৈতিক তৎপরতায় বেশ এগিয়েছে তালেবান। ধারণা করা হচ্ছে, রাশিয়াকে অনুসরণ করে এবার তালেবানের সঙ্গে খোলাখুলি সম্পর্ক স্থাপনে উৎসাহী হবে আরো বেশ কিছু দেশ। খবর আল জাজিরা।