Web Analytics

দাফনের পাঁচদিন পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন কবরস্থানে শহীদ শরীফ ওসমান হাদির কবর ঘিরে মানুষের ভিড় থামছে না। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির কবর দেখতে প্রতিদিন শত শত মানুষ আসছেন। কেউ দোয়া ও কোরআন তেলাওয়াত করছেন, কেউ নিঃশব্দে কাঁদছেন, আবার কেউ ফুল অর্পণ করছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরের এই এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী, চাকরিজীবী, রিকশাচালক ও পরিবারসহ সাধারণ মানুষ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। অনেকেই বলেছেন, হাদি ছিলেন সততা ও দেশপ্রেমের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই তাদের অনুপ্রাণিত করেছে। কেউ কেউ তার হত্যার বিচার দাবি করেছেন এবং বলেছেন, তার ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

মানুষের অশ্রু ও ভালোবাসায় হাদির কবর এখন এক প্রতীকী স্থানে পরিণত হয়েছে। দর্শনার্থীরা বলছেন, শরীফ ওসমান হাদি চলে গেলেও তার আদর্শ ও সংগ্রামের চেতনা এখনো জীবিত রয়েছে।

26 Dec 25 1NOJOR.COM

ঢাকায় শহীদ হাদির কবর ঘিরে মানুষের ভিড়, শ্রদ্ধা ও বিচার দাবিতে অশ্রু

নিউজ সোর্স

শহীদ হাদির জন্য এখনো ঝরছে চোখের পানি | আমার দেশ

মাহির কাইয়ুম, ঢাবি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩: ৩০
মাহির কাইয়ুম, ঢাবি
দাফনের পাঁচদিন পেরিয়ে গেলেও শহীদ শরীফ ওসমান হাদির কবরের পাশে এখনো থামেনি মানুষের কান্নার রোল। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির কবর দেখতে আসা মানু