Web Analytics

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এবার পশুর চামড়ার দাম বিগত বছরগুলোর তুলনায় বেশি। পুরান ঢাকার পোস্তা এলাকায় পরিদর্শনকালে তিনি বলেন, লবণবিহীন চামড়ার দাম বাজার ব্যবস্থাপনাই ঠিক করবে, এতে সরকারের দায় নেই। আধা পচা চামড়ার কম দামে বিক্রি নিয়ে গুজব রয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার পরামর্শে এবার সংরক্ষণ ও মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

09 Jun 25 1NOJOR.COM

পশুর চামড়ার দাম এবার বেশি, বললেন বাণিজ্য উপদেষ্টা

নিউজ সোর্স

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। এসময় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।