Web Analytics

চট্টগ্রাম বন্দরে ঢাকা আইসিডিমুখী ১ হাজার ৭৫৬ টিইইউএস কনটেইনার জমে গেছে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, দেশীয় ও রপ্তানি শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্যভর্তি এসব কনটেইনার আটকে থাকায় আমদানিকারকরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছেন। সরকার চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৮৬৮ কোটি টাকার রাজস্ব কম পেতে যাচ্ছে। রাজস্ব বোর্ড জানিয়েছে, অতি প্রয়োজনীয় কনটেইনার চট্টগ্রাম বন্দর অথবা পানিপথে নিয়ে পানগাঁও টার্মিনাল থেকে খালাস করা যাবে। এজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এজন্য সংশ্লিষ্টরা কন্টেইনার খালাস না করতে পারায় রেলওয়ের জরাজীর্ণ ইঞ্জিন ও পরিবহন সংকটকে দায়ী করেছেন।

Card image

নিউজ সোর্স

লোকোমোটিভ সংকটে কনটেইনারের স্তূপ

চট্টগ্রাম বন্দরে ঢাকা আইসিডিমুখী (ইনল্যান্ড কনটেইনার ডিপো) ১ হাজার ৭৫৬ টিইইউএস (২০ ফুট সমমানের) কনটেইনার জমে গেছে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, দেশীয় ও রপ্তানি শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্যভর্তি এসব কনটেইনার আটকে থাকায় আমদানিকারকরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছেন। সরকার চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৮৬৮ কোটি টাকার রাজস্ব কম পেতে যাচ্ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।