যুগান্তর
15 Jun 25
করোনায় আরও ১ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজনের মৃত্যুর হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন চারজন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২৯১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজনের মৃত্যুর হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন।