পপলার গাছ নিধন কাশ্মীরের পেনসিল শিল্পে বিপর্যয়
কাশ্মীরের পেনসিল শিল্প বড় ধরনের সংকটে পড়তে চলেছে। কয়েক বছর ধরে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটি জুড়ে ব্যাপক হারে পপলার গাছ কাটায় এ খাতে কাঁচামালের সংকট দেখা দিয়েছে। কাশ্মীরের পেনসিল কারখানার মালিকরা বলছেন, এভাবে যদি গাছকাটা অব্যাহত থাকে এবং নতুন সরবরাহ নিশ্চিত করা না হলে উৎপাদন বন্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। খবর দ্য বিজনেস লাইন।