ফিরছে ‘না’ ভোট, বাদ ইভিএম, নির্বাচন ছাড়া জয়ের সুযোগ নেই
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এ সংক্রান্ত সব বিধান বিলুপ্ত করা হয়েছে। তবে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান। কোথাও একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না, তাকে ‘না’ ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।