আপনার দল কি চাঁদা নেয়—খালেদের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানার’ সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে সম্প্রতি মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও মুফতি ফয়জুল করিম। এই সাংবাদিক তাকে প্রশ্ন করেন— আপনারা দল চাঁদা নেয়, সেখান থেকে ভাগ নেন? উত্তরে রেজাউল করীম বলেন, তারা চাঁদা নেন না, দেন।