Web Analytics

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তাকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এর পেছনে ‘বিভিন্ন দলের কয়েকজন মহারথী’ জড়িত। সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার। উপদেষ্টা লিখেছেন, আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দিই। পরবর্তী সময়ে সে টেন্ডারের কাজও স্থগিত হয়। তিনি লিখেছেন, সে ব্যক্তি কনভার্সেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই আমরা এ কাজ করতে দিইনি। আরও লেখেন, আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসংগতির অভিযোগ করেনি।

29 Jul 25 1NOJOR.COM

আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসংগতির অভিযোগ করেনি: মাহফুজ

নিউজ সোর্স

অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তাকে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এর পেছনে ‘বিভিন্ন দলের কয়েকজন মহারথী’ জড়িত।