দর্শনার্থীদের পদচারণায় মুখর পঞ্চগড়ের ইকো পার্ক
ঈদের ছুটিতে যখন চারপাশে উৎসবের রঙ, তখন পঞ্চগড়ের করতোয়া নদীর তীরে গড়ে ওঠা জেলা প্রশাসন ইকো পার্ক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে শুধু ইকো পার্ক নয়, জমজমাট ছিল জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোও। দর্শনার্থীদের ভিড় দেখা গেছে তেঁতুলিয়ার জেলা পরিষদ ডাকবাংলো, মহানন্দা নদীর পাড়, সমতলের চা-বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, অমরখানা মুক্তাঞ্চল পার্ক, দেবীগঞ্জ ডিসি পার্ক, ময়নার চর, মহারাজার দিঘি, মির্জাপুর শাহী মসজিদ ও পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ইয়ার্ড জোনে।