অস্ত্র রাখা হামাসের বৈধ অধিকার: আল-হায়া | আমার দেশ
আমার দেশ অনলাইন
হামাস প্রধান খলিল আল-হায়া বলেছেন, অস্ত্র রাখার `বৈধ অধিকার’ তাদের আছে। গাজা যুদ্ধবিরতি পরবর্তী পর্যায়ের যেকোনো প্রস্তাবে এই অধিকার বজায় রাখতে হবে বলেও জানান তিনি। রোববার হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন।