Web Analytics

১৪ জুলাই রাতে শহীদ মিনারে গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে ২০০০ ড্রোনের আলোঝলমলে প্রদর্শনী হয়, যা কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশজুড়ে গুম, খুন, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন নির্যাতনের স্মৃতি তুলে ধরে। বিডিয়ার বিদ্রোহ, ইলিয়াস আলী, আবরার ফাহাদ, শাপলা গণহত্যা ইত্যাদি ঘটনাও উঠে আসে আকাশে। স্লোগান ও চিত্রে ফুটে ওঠে চলমান দমন-পীড়নের নানা রূপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক উপদেষ্টা, শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরে গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

15 Jul 25 1NOJOR.COM

১৪ জুলাই রাতে শহীদ মিনারে গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে ২০০০ ড্রোনের আলোঝলমলে প্রদর্শনী হয়, যা কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশজুড়ে গুম, খুন, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন নির্যাতনের স্মৃতি তুলে ধরে।

নিউজ সোর্স

দুই হাজার ড্রোনের প্রদর্শনীতে শেষ হলো ১৪ জুলাই উইমেন্স ডে

ঘড়ির কাটায় তখন রাত সাড়ে এগারোটা। জুলাই গণ-অভ্যুত্থানের ১৪ জুলাই পুর্নজাগরণের অনুষ্ঠান তখন চলছিল। হঠাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম আকাশ থেকে রংবেরঙের আলো জ্বালিয়ে ভেসে আসে ২০০০ ড্রোন।