ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণ ৫৫ কিমি হংকং–ঝুহাই–মাকাও সেতু, কী আছে এতে?
বিশ্বের বৃহত্তম স্থাপত্য ও প্রকৌশল কৃতিত্বের মধ্যে একটির নাম হলো হংকং–ঝুহাই–মাকাও সেতু। ৫৫ কিমি দীর্ঘ এই সেতুটি পার্ল নদী উপসাগরের উপর দিয়ে বিস্তৃত, যার নির্মাণে ৯ বছর লেগেছে এবং খরচ হয়েছে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে চালু হওয়ার পর থে