ইন্দোনেশিয়াজুড়ে ব্যাপক বিক্ষোভ, কঠোর অবস্থানে পুলিশ
আইনপ্রণেতাদের বেতন-ভাতা কমানো, শ্রমের মজুরি বাড়ানো, কর কমানো ও দুর্নীতিবিরোধী ব্যবস্থার দাবিতে বিক্ষোভ করছে ইন্দোনেশিয়ার সাধারণ মানুষ। এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থীরা। সোমবার থেকে অব্যাহত আন্দোলন এরই মধ্যে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। খবর আল জাজিরা।