ইসরাইলের হামলার পর সিরিয়ার টিয়াস বিমানঘাঁটি (টি৪) দখলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে তুরস্ক
ইসরাইলের হামলার পর সিরিয়ার টিয়াস বিমানঘাঁটি (টি৪) দখলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে তুরস্ক। নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিসার এয়ার ডিফেন্স সিস্টেমসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষাসামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি। একটি সূত্র জানিয়েছে, সেখানে রাশিয়ার তৈরি এস৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাবনা রয়েছে।