Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে গুলিতে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলি। মাহফুজ আলম তাদের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দিয়ে বলেন, ‘সুমাইয়ার মতো এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে আন্তরিকভাবে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসব পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

Card image

নিউজ সোর্স

গণঅভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ১ নাম্বার ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।