শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আর হতে পারে না: এবি পার্টি
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের নৃশংসতা যেই দেখবে সে-ই বলবে, বিশ্বে শেখ হাসিনার চাইতে নির্দয় ঘাতক নারী আর হতে পারে না। তিনি শেখ হাসিনাসহ সকল খুনি ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।