ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, আত্মসমর্পণের পর ১ জন কারাগারে
মামলার এজাহার থেকে জানা যায়, মোছলেম উদ্দিন খাতুনগঞ্জের একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসার পাশপাশি তিনি স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে সমাজসেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু বিবাদীরা আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে বিভিন্নভাবে ১ কোটি টাকা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা নিজেদের চ্যানেল ২৪. টিভি, এশিয়া টভিসহ বিভিন্ন অখ্যাত অনলাইন পোর্টাল ও টিভির সাংবাদিক পরিচয় দিয়ে তাকে ব্ল্যাকমেইলিংয়ের অপচেষ্টা করেন। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।