Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিজের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, তার নামে অজ্ঞাত মহল ভুয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যা বক্তব্য ও মন্তব্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

রিজভী বলেন, তিনি কখনোই নিজের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি এবং এ বিষয়ে তিনি গণমাধ্যমে জানিয়েছেন ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি প্রশাসন ও ফেসবুক কর্তৃপক্ষকে এসব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানান।

বিএনপি নেতা আরও আহ্বান জানান, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন প্রভাবিত না হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বজায় রাখে।

08 Dec 25 1NOJOR.COM

রুহুল কবির রিজভী নিজের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন

নিউজ সোর্স

ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক করলেন রিজভী

নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে দলীয় নেতাকর্মাসহ জন সাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এক বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি জানিয়েছেন।
এতে বলা হয়, ‘অজ্ঞাত কুচক্রী মহল