সূর্য থেকে বের হলো বিশাল ২ প্রমিনেন্স, ঝুঁকির মুখে পৃথিবী?
সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিশাল দুটি প্রমিনেন্স (সূর্যের লালাশিখা) মহাকাশে ছুড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সেস-এর স্পেস রিসার্চ ইনস্টিটিউটের ল্যাবরেটরি অব সোলার অ্যাস্ট্রোনমি এবং সাইবেরিয়ান শাখার ইনস্টিটিউট অব সোলার-টেরেসট্রিয়াল ফিজিক্স।