প্রতীক তালিকায় যুক্ত হচ্ছে না ‘শাপলা’, থাকবে ‘নৌকা’
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে ‘নৌকা’ প্রতীক আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এ ছাড়া এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিলে ‘নৌকা’ প্রতীক আপাতত থাকবে! কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীক তফসিলে না থাকায় তা এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না। তবে নিবন্ধন পেলে এনসিপির অনুরোধ পর্যালোচনা করা হবে। এর আগে এনসিপির নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে দাবি জানান।
‘নৌকা’ আপাতত প্রতীকের তফসিলে থাকছে, ‘শাপলা’ যুক্ত হচ্ছে না: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে ‘নৌকা’ প্রতীক আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এ ছাড়া এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।