Web Analytics

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পলাতক সব এমপি ও মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে। আরও বলেন, কাতারের আমির শেখ তামিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বালানি নিয়ে আলোচনা হবে। এছাড়া কাতারে আল-জাজিরার প্রধান অফিসে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানেও অংশ নেবেন ড. ইউনূস।

Card image

নিউজ সোর্স

RTV 21 Apr 25

পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পাশাপাশি পলাতক সব এমপি ও মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।