রংপুরে হঠাৎ সারজিস, যা জানা গেল
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের সহযোগিতা চেয়েছে যৌথবাহিনী।
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের সহযোগিতা চেয়েছে যৌথবাহিনী। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনা জানতে পেরে বৃষ্টিতে ভিজে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে আসেন সারজিস আলম। তিনি সেখানে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। সারজিস আলম জানান, জাতীয় পার্টি আওয়ামী লীগের মিত্র, ফ্যাসিবাদের অংশীদার। আওয়ামী লীগ পুনর্বাসন ও তাদের মিছিলে অংশগ্রহণ করছে। বৈষম্যবিরোধীদের মিছিলে হামলা করেছে! জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।
জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে ডেকে নিয়ে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ, খবর শুনে রাত দেড়টায় ঘটনাস্থলে ছুটে গেলেন সারজিস আলম
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের সহযোগিতা চেয়েছে যৌথবাহিনী।