ভারতীয় পণ্যে শুল্ক আরো বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প
ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর আরো শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন সময় তিনি এ হুমকি দিলেন, যখন ৭ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। খবর রয়টার্স।