সুমুদ ফ্লোটিলার ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেটের অবস্থান নিয়ে যা জানা গেল
ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরাইলি বাহিনী। নৌযানটি হলো দ্য ম্যারিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন। খবর আল জাজিরার।