সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে: সেলিমা রহমান
সংস্কারের নামে যেভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাতে বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান।
বিএনপি নেতা সেলিমা রহমান বলেন, একটি গ্রুপ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু, তা হতে দেয়া হবে না। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সব গ্রুপিং দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছে দিতে আহ্বানও জানান।
সংস্কারের নামে যেভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাতে বাকশালের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান।