সাইফের হামলাকারী শরিফ না অন্য কেউ, তদন্তে নতুন মোড়
সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করে মুম্বাই পুলিশ। শরিফুলের ১০টি আঙুলের ছাপও পাঠানো হয়েছিল। তবে মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছে তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হচ্ছে, সাইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটাও মিলছে না শরিফুলের সঙ্গে। ফিঙ্গারপ্রিন্ট না মিললেও শরিফুলকেই হামলাকারী বলছে মুম্বাই পুলিশ।