রাখাইন রাজ্যে চীনা অবকাঠামো রক্ষায় বেসরকারি সেনাবাহিনী
সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা মিয়ানমারের রাখাইন রাজ্যের কৌশলগত শহর কিয়াকফিউ। বঙ্গোপসাগর-তীরবর্তী এ গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরের আকাশে প্রায় সবসময়ই ঘুরতে থাকে চীনা ড্রোন। কোথাও কোথাও স্নাইপারের গুলির আওয়াজও শোনা যায়। বিদ্রোহী আরাকান আর্মির (এএ) অবস্থান মাত্র পাঁচ কিলোমিটার দূরে। তবে এ পুরো পরিস্থিতিতে চীনের রাষ্ট্রীয় সেনাবাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। আছে একদল বেসরকারি চীনা মিলিশিয়া বাহিনী, যারা পাহারার দায়িত্বে নিয়োজিত।