Web Analytics

জুলাই অভ্যূত্থানে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন পর শহীদ হওয়া আশিকুর রহমান হৃদয়ের (১৭) কবর জিয়ারত করেছে বিএনপি। এই সময় শহীদ হৃদয়ের পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, ‘শহীদ আশিকুর রহমান হৃদয় আমাদের প্রেরণা, আমাদের সাহস। বিএনপি সব সময় তাঁর পরিবারের পাশে থাকবে—এটাই আমাদের অঙ্গীকার। কিন্তু জুলাই ফাউন্ডেশন আহত হৃদয়ের কোন প্রকার আর্থিক সাহায্য প্রদান করে নি, বরঞ্চ তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহত পরিবারকে টাকা না দেওয়া, হয়রানি করা এবং সত্যিকার অর্থে যারা জুলাই আগস্ট আন্দোলনের আহত নিহত হয়েছে তাদের কোন প্রকারের আর্থিক সাহায্য না দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।

Card image

নিউজ সোর্স

RTV 10 Apr 25

শহীদ হৃদয় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান পৌর ও উপজেলা বিএনপির

জুলাই অভ্যূত্থানে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন যন্ত্রণা ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশিকুর রহমান হৃদয় (১৭)। গত শুক্রবার (৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।