সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মেঘনা থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটু। তাদের গ্রেফতারে বৃহস্পতিবার দুপুরে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায় মেঘনা থানার পুলিশ। মহসিনকে গ্রেফতার করা হলে পুলিশের ওপর হামলা চালায় তার অনুসারীরা। হাতকড়াসহ ছিনিয়ে নেয় মহসিনকে। একটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।