ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাবে পুতিনের ‘না’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘শান্তিচুক্তির পরও ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে তাদের টার্গেট করা হবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তিচুক্তির পরও ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে রাশিয়া তাদের টার্গেট করবে। ভ্লাদিভস্তকে পূর্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্যে তিনি পশ্চিমা পরিকল্পনার সমালোচনা করেন। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুতিন বলেন, ন্যাটো সম্প্রসারণের প্রচেষ্টাই যুদ্ধের মূল কারণ এবং শান্তিচুক্তির পর নতুন সেনা মোতায়েন আসলে সমঝোতাকেই দুর্বল করবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘শান্তিচুক্তির পরও ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে তাদের টার্গেট করা হবে।’