Web Analytics

এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর অডিও কল রেকর্ড ফাঁস প্রসঙ্গে এনসিপি নেত্রী তাজনুভা জাবীন বলেন, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পালটা প্রকাশ করা থেকে বিরত থাকছি। আরও বলেন, রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মত খুব পরিকল্পনামাফিক এ ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে।আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর এত আপ্রাণ চেষ্টা করত না। এসবের উত্তর ‘সময়’ অবশ্যই দেবে। আল্লাহ ভরসা।

17 Jun 25 1NOJOR.COM

যার অডিও আমার নামে বলে ফটোকার্ড, ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা প্রকাশ করা থেকে বিরত থাকছি: তাজনুভা জাবীন

নিউজ সোর্স

সারোয়ারকাণ্ডে নাম জড়ানোয় প্রতিবাদ জানালেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে আলোচিত ফোনালাপে নাম জড়িয়েছে আরেক যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীনের। ফোনকলের অপরপ্রান্তে থাকা নারী তাজনুভা উল্লেখ করে তার নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকে।