Web Analytics

ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। এটা সবার জন্য স্বস্তি। শুধু বাংলাদেশের ভেতরে তো না, আমেরিকাসহ বাংলাদেশের যারা পার্টনার আছে- সবার জন্য একটা স্বস্তি। সবার তো এসব ব্যাপারে একটা কর্মপরিকল্পনা থাকে। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গুরুত্ব পেয়েছে আলোচনায়। খসরু বলেন, 'সংস্কার প্রশ্নে মতানৈক্য থাকবেই। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো।' বিগত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা স্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, বৈঠকে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় এ নিয়েও আলোচনা হয়েছে।

22 Jun 25 1NOJOR.COM

ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। নির্বাচনের দিনক্ষণ নিয়ে তো একটা স্বস্তির ব্যাপার। এটা সবার জন্য স্বস্তি: আমির খসরু

নিউজ সোর্স

‘ফেব্রুয়ারিতে নির্বাচন-স্বস্তিতে সবাই’, মার্কিন দূতের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু

ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।