RTV
16 Mar 25
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক
সাতক্ষীরা সীমান্তে শেখ এজাজ (৩৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা সীমান্তে শেখ এজাজ (৩৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় শেখ এজাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা বাংলাদেশে আসেন। গত ৪ বছর ধরে খুলনার দৌলতপুরে বসবাস ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভারতে গমনকালে তাকে আটক করে বিজিবি টহল দল।
সাতক্ষীরা সীমান্তে শেখ এজাজ (৩৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।