Web Analytics

সাড়ে পাঁচ মাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। প্রথমবারের মতো রফতানি হলো ম্যাঙ্গো জুস—১ ও ২ জুলাই দুই দিনে ২০ টন পণ্য রফতানি হয়ে আয় হয়েছে ৬ হাজার ডলার। রফতানিকারকরা আশা করছেন এটি বাণিজ্যের নতুন অধ্যায়ের সূচনা। তবে শুল্ক ও অবকাঠামো সমস্যার সমাধানে দ্বিপক্ষীয় সহযোগিতা জরুরি। কর্মকর্তারা নিয়মিত রফতানি চালু থাকলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী।

04 Jul 25 1NOJOR.COM

পাঁচ মাস পর হিলি বন্দর দিয়ে ফের শুরু ম্যাঙ্গো জুস রফতানি

নিউজ সোর্স

হিলি স্থলবন্দর : দুই দিনে ভারতে রফতানি ২০ টন ম্যাঙ্গো জুস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। এবারই প্রথম এ বন্দর দিয়ে রফতানি হলো ম্যাঙ্গো জুস। ১ ও ২ জুলাই—এ দুই দিনে প্রায় ২০ টন ম্যাঙ্গো জুস ভারতে রফতানি হয়েছে, যার মাধ্যমে প্রায় ৬ হাজার মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।