হিলি স্থলবন্দর : দুই দিনে ভারতে রফতানি ২০ টন ম্যাঙ্গো জুস
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। এবারই প্রথম এ বন্দর দিয়ে রফতানি হলো ম্যাঙ্গো জুস। ১ ও ২ জুলাই—এ দুই দিনে প্রায় ২০ টন ম্যাঙ্গো জুস ভারতে রফতানি হয়েছে, যার মাধ্যমে প্রায় ৬ হাজার মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।