ব্র্যাক ব্যাংক : সিএমএসএমই খাতে সর্বনিম্ন সুদে জামানতবিহীন ঋণ সুবিধা চালু
দেশের কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য সবচেয়ে কম সুদে জামানতবিহীন ঋণ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উদ্যোগের অংশ হিসেবে ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ শীর্ষক ক্যাম্পেইন চালু করা হয়েছে। এর আওতায় এসএমই গ্রাহকরা ১৩ দশমিক ৭৫ শতাংশ হারে জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন। ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ হার প্রযোজ্য থাকবে।