Web Analytics

জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন করছে। আগামী রোববার শুরু হতে যাওয়া এই ভোটকে ‘গণতন্ত্রে প্রত্যাবর্তন’ হিসেবে প্রচার করছে জান্তা, যদিও জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক একে দমন-পীড়নের পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, জনগণের ওপর নৃশংসতা ও ভিন্নমতের কারণে গ্রেপ্তার অবিলম্বে বন্ধ করতে হবে।

তুর্ক সতর্ক করেছেন, সাধারণ মানুষ সামরিক বাহিনী ও সশস্ত্র বিরোধী গোষ্ঠী উভয়ের হুমকির মুখে রয়েছে। ইয়াঙ্গুনে তিন তরুণকে নির্বাচনবিরোধী পোস্টার টাঙানোর দায়ে ৪২ থেকে ৪৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ম্যান্ডালে অঞ্চলের বাস্তুচ্যুতদের জানানো হয়েছে, ভোট না দিলে তাদের ঘরবাড়ি দখল করা হবে। তুর্ক বলেন, অনিরাপদ অবস্থায় মানুষকে ভোট দিতে বাধ্য করা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে সামরিক শাসনের নতুন রূপ হিসেবে প্রত্যাখ্যান করেছেন। সাবেক নেত্রী অং সান সু চি এখনো কারাগারে, আর তার দল বিলুপ্ত।

24 Dec 25 1NOJOR.COM

জাতিসংঘের অভিযোগ, মিয়ানমারে ভোটে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে সামরিক জান্তা

নিউজ সোর্স

মিয়ানমারে জনগণকে ভোটদানে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭: ১৭
আমার দেশ অনলাইন
মিয়ানমারের জান্তা আসন্ন নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। অন্যদিকে মানুষকে ভোট থেকে বিরত রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলোও একই ধরনের কৌশল ব্যবহার করছে।