গাজায় ইসরাইলের ভয়াবহ হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও চারজনের। এর মধ্যে দুজনই শিশু।