পুলিশের টহলগাড়িতে সন্ত্রাসীদের গুলি, এএসআইসহ আহত ৩
কক্সবাজারের মহেশখালীতে গভীর রাতে পুলিশের টহলগাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে এএসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।