২০২৪-২৫ অর্থবছর : রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা কম
সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আহরণে বড় ঘাটতিতে পড়েছে সরকার। সংশোধিত লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারেনি রাজস্ব আহরণে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের শেষ দুই মাস—মে ও জুনে এনবিআরজুড়ে আন্দোলনের কারণে অস্থিরতা দেখা দেয়। সাধারণত শেষ মাস জুনে রাজস্ব আহরণ বেড়ে থাকে। কিন্তু এবার আন্দোলনের প্রভাব স্পষ্টভাবে পড়েছে। কাস্টমস ও ভ্যাট খাতে জুনের আহরণের চিত্র সেই ইঙ্গিতই দিচ্ছে।