গাজায় যুদ্ধ বন্ধে দাবি: নেতানিয়াহুর ওপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরাইলি সেনারা
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে আবারও সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি সশস্ত্রগোষ্ঠী হামাসের হাতে আটক বন্দিদের ফিরিয়ে আনার কথাও জানিয়েছে তারা। তাদের বক্তব্য, যুদ্ধ থামিয়ে হলেও বন্দিদের ফিরিয়ে আনা হোক। তবে শুধু সেনারাই নয়, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে।