শান্তি প্রক্রিয়ায় নতুন মোড় : ন্যাটো-ধাঁচের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন, পুতিনের সম্মতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার সামরিক ঘাঁটিতে হওয়া বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মতি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির (আর্টিকেল ৫) মতো নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। এ তথ্য জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর এপি।