গাজাবাসীর জন্য সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল
দুই বছরের কাছাকাছি সময় ধরে যুদ্ধের ভেতর বাস করা গাজার মানুষের কাছে ভূমধ্যসাগরের উপকূল ছিল একমাত্র মুক্তির পথ। খাবার, জীবিকা, বিশ্রামের জায়গা, এমনকি যুদ্ধ ও দখলদারত্ব থেকে কিছু সময়ের জন্য মুক্তি দিয়েছে এই সমুদ্র। কিন্তু সেই শেষ আশ্রয়টুকুও এখন তাদের হাতছাড়া। খবর দ্য ন্যাশনাল।